মোঃ মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাথী বেকারিকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং ৩ হাজার ৫০০টি পঁচা ডিম ধ্বংস করে দেয়া হয়েছে।
জানাযায়, সোমবার বিকেলে নিমগাছী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্টেট তানজিল পারভেজ। মোবাইল কোর্ট পরিচালনা কালে অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট, রুটি, কেক সহ অন্যান্য তৈরি করছিল। এবং ব্যবহার অনুপযোগী পঁচা ডিম ব্যবহার করায় সাথী বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে সাথী বেকারির ব্যবহার অনুপযোগী ৩ হাজার ৫০০টি পঁচা ডিম ধ্বংস করে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোঃ ওয়াসিমুল বারী সহ তাঁর সঙ্গীয় ফোর্স সহ আরো অনেকে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্টেট তানজিল পারভেজ বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।