শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে থামানো যাচ্ছে না আবাদী জমির মাঠে মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন, অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে, বলে জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়ন গোপিনাথপুর গ্রামের পূর্ব মাঠে আবাদী জমির মাঝখানে হরিপুর এলাকার চককানু গ্রামের হযরত আলীর পুত্র ওবায়দুর রহমান আদম দীর্ঘ দিন যাবৎ মেশিন দ্বারা বালু উত্তোলন করে ঐ এলাকার কৃষকের তিন ফসলি আবাদী জমি ধ্বংস করছে। আর এতে করে তাদের পার্শ্ববর্তী ফসলী জমিসমূহ মাটি ডেবে যাওয়ার আশংখা করছে ঐ এলাকার কৃষকরা।
ইতিপূর্বে ঐ এলাকার কৃষক উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বরাবর অভিযোগ করলে, তাঁর হস্তেক্ষেপে ২ বার বালু উত্তোলন বন্ধ হয়। এবং পরবর্তীতে বালু না তোলার জন্য কঠোর নির্দেশ প্রদান করে নির্বাহী অফিসার সম্পা। কিন্তু আবারো কোন এক গোপন খুঁটির জোরে গত কয়েকদিন হলে দিন- রাত সমান করে বালু উত্তোলন করছে মাটি খেকো আদম। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। অভিযোগ পেয়েছি সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।