মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন-গণমাধ্যমের চোখে দেশ ও জাতির বাস্তব প্রতিচ্ছবি উঠে আসে। আমাদের সমাজ বদলানোর হাতিয়ার হচ্ছেন সাংবাদিকরা। তাদের কলম-ক্যামেরা, লেখনী শুধু উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বার্তা দেয়। আবার মৌলিক অধিকার বঞ্চিতদের জন্য সাংবাদিকদের ভূমিকা বরাবরই প্রশংসনীয়। গতকাল সোমবার সকালে দৈনিক পূর্বদেশ পত্রিকার ১১ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত এবং পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এতে প্রতষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ. জ. ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ অতিথিরা। দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক আবু তালেব বেলাল ও বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, পূর্বদেশের নির্বাহী সম্পাদক একেএম জহুরুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (দক্ষিণ) এর প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার, বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন চৌধুরী, কাউন্সিলর নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোস্তাফিজুর রহমান ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। পূর্বদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।