কালামানিক দেব, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গোবিন্দগঞ্জ শহরে অনেক ক্যাফে রেস্টুরেন্ট থাকলেও পৌর এক থেকে ৫নং ওয়ার্ড মধ্যে কোনো কফিশপ বা ফাস্টফুড রেস্টুরেন্ট না থাকায় ছোটবড় সকলের জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর ১নং ওয়ার্ডে তরুন সাংবাদিক এম টি আই আহাদ মাহমুদ এর উদ্যোগে ও টি,এ ক্যাডেট একাডেমীক এন্ড রেসিডেনসিয়াল স্কুলের সৌজন্য একটু ভিন্নভাবে কাঠ ও জাহাজের সিঁড়ি দিয়ে তৈরি করে ২তলা টঙ রেস্টুরেন্ট, যার নাম এম টি আই ভিলেজ কফিশপ (২তলা টঙ) ফাস্টফুড রেস্টুরেন্ট।
গত ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পিঠা উৎসব এর মধ্য দিয়ে শুরু যাত্রা শুরু করে এই টঙ, উক্ত রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান আতাউর রহমান বাবলু, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ও গোবিন্দগঞ্জ পৌরসভা মেয়র ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সহ সভাপতি জনাব,মোঃ মুকিতুর রহমান রাফি। এর পর থেকেই গোবিন্দগঞ্জ ও গোবিন্দগঞ্জের বাহিরে থেকে আসা পর্যটকের আনাগোনা দেখা যায় এই টঙে,অতপর দৈনিক আজকের জনবানী পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক কালামানিক দেব কে টঙে আসা এক পর্যটক বলেন এই রেস্টুরেন্টে এসে পরন্তু বিকালের দৃশ্য ও শীতের আমেজে প্রাকৃতিক দৃশ্য সামনে থেকে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ফাস্টফুড ছাড়াও সকল ধরনের চা কফি রাখা রয়েছে।
এমন নিরিবিলি ও মনোরম পরিবেশে বার্থডে পার্টি, এনিভার্সারী পার্টি, গেট টুগেদার পুর্ন মিলনী সহ সকল প্রকার সামাজিক অনুষ্ঠানের জন্য এই টঙ ই যতেষ্ঠ। এছাড়াও সব খাবার মানসম্মত এবং সকলের ব্যবহারে আমরা মুগ্ধ, একটু আউটসাড হলেও বড় বড় ফাস্টফুড রেস্টুরেন্ট এর থেকে কোনো অংশে কম নয়এই ২তলা টঙ। তাছাড়া রাতে যখন ঝাড়বাতির আলোতে রঙ্গিন হয়ে ওঠেপুরো টঙ তখন একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় যা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না।
এক কথায় বলা যায় গোবিন্দগঞ্জে এমন একটি ২তলা টঙ রেস্টুরেন্ট সবার মন কারতে পারে, গোবিন্দগঞ্জে এত সুন্দর একটি ক্যাফে রেস্টুরেন্ট করার জন্য ধন্যবাদ।