জাহিদ নু’মানী, বিশেষ প্রতিনিধি :
বিএনপি-জামাতের নাশকতা রুখতে রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় দফায় দফায় মিছিল করা হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামিলীগ নেতা হাফিজুর রহমান চৌধুরী জানান, বিএনপি নৈরাজ্য ঠেকাতে ও বিএনপি জামাতের নাশকতা রুখতে আমাদের এই বিক্ষোভ মিছিল বেশ কিছুদিন ধরে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। রূপগঞ্জে কোনো প্রকার নাশকতা ও অপ্রীতিকর ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সে জন্য আমাদের নেতাকর্মীরা সদা সজাগ দৃষ্টি ও মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন।
গোলাকান্দাইল ইউনিয়ন আয়োজিত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামিলীগের যুগ্মসাধারণ সম্পাদক, আব্দুল আজিজ কালাম ভূঁইয়া। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাঈম ভূঞা। উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন। গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আব্দুস সাত্তার চৌধুরী। গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামিলীগ নেতা, হাফিজুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক, আলী আকবর। গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল। সাধারণ সম্পাদক আল-আমিন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু তপন কুমার ঘোষ সাধারণ সম্পাদক আলমগীর সহ মহিলা লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ।