• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৪

রিপোর্টারঃ / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষেরই চারজন গুরুতর আহত হয়। আহতদেও মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড কার হয়েছে। ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের কুলতলা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,কুলতলা গ্রামের মৃত সমসের বিশ্বাসের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫) তার চাষের জমিতে কাজ করছিল ।

এ সময় একই গ্রামের মৃত হেয়াজ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম(৬৫) তার লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমি দখল করতে চাইলে আলাউদ্দিন সহ তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে বাগবিদন্ডার এক পর্যায়ে রক্তক্ষয়ি সংঘর্ষ বেধে যায়, এতে দু’পক্ষেও চার জন আহত হয় আহতরা হলেন কুলতলা গ্রামের মৃত সমসের বিশ্বাসের ছেলে আলাউদ্দিন, মৃত হেয়াজ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম,মশিয়ার রহমান, আকাশ মন্ডল। এ ঘটনায় মহেশপুর থানায় ৯জন কে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি(তদন্ত) ইসমাইল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 


এ সম্পর্কিত আরও পড়ুন