সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যেদিয়ে এবং অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল, মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে বর্নীল আয়োজনে পালন করা হয়।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ও বাংলাদেশ ছাএলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজের সার্বিক সহযোগিতায় আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলেদেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম. সোহেল।
প্রধান অতিথি অধ্যক্ষ টি এম সোহেল তিনি বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে তৃণমূল থেকে খেলোয়ার বাছাই করে তুলে আনতে হবে। এক সময় ফুটবল ছিলো আমাদের প্রাণের খেলা, কিন্তু এখন ফুটবলের খেলার প্রতি আমাদের তরুণদের আগ্রহ কমে যাচ্ছে। খেলাধুলার প্রতি যতো বেশী তরুণদের সম্পৃক্ত করা যাবে, ততো বেশি তাদের কে মাদক থেকে বিরত রাখা যাবে। আমি আশা করি ভবিষৎতে আমরা কলেজ পর্যায়ে এই আয়োজনটি করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধক্ষ্য প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. শরীফ-উস-সাঈদ, আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট কমিটি ২০২২ আহবায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর টি এম আব্দুল কাদের, সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস উদ্দীন আহাম্মদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ আব্দুর রশীদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সহ- সভাপতি সজিব শেখ, সাধারন সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ জীবন শেখ, খেলায় হিসাব বিগান বিভাগ চ্যাম্পিয়ন ও ব্যাবস্থাপনা বিভাগ, রার্নার আপ হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল, মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে বর্নীল আয়োজনে পালন করা হয়। খেলাটি যৌথ ধারাভাষ্যকার হিসেবে ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি ও আব্দুল্লাহ আল মাহমুদ।