• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

উল্লাপাড়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসন চেয়ে কৃষকদের মানববন্ধন

রিপোর্টারঃ / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ অফিস :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের কচিয়ার বিলে প্রায় ১ হাজার বিঘা কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসন চেয়ে মানব বন্ধব করেছে ৬টি গ্রামের কৃষক।

মঙ্গলবার দুপুরে রামকৃঞ্চপুর ইউনিয়নের কচিয়ার বিলের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ইউনিয়নের পুকুরপাড়, উনুখাঁ, জালশুকা, পাঠানপাড়া, কুমারগাইলজানি ও দবিরগঞ্জ গ্রামের কয়েক শতাধিক কৃষক অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া পুকুরপাড় গ্রামের কৃষক আব্দুস ছামাদ জানান,কচিয়ার বিলে আমার প্রায় ১০ বিঘা জমি রয়েছে। উজানে পুকুর কাটায় ৪/৫ বছর ধরে জমিতে গলাপানি। কচুরি পানায় পরিপূর্ণ। চাষাবাদ করতে না পেরে খুব খারাপ অবস্থায় আছি। এসব জমিতে না পারছি চাষাবাদ করতে। না পারছি মাছ চাষ করতে।

একই গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন,আমার পৌনে দুই বিঘা জমিতে জলাবদ্ধতা। জমি থাকতেও ফসল হচ্ছে না। জমির চারিদিকে পুকুর খনন করায় এখানে আর কোন ভাবেই চাষাবাদ করা সম্ভব নয়। এমন অবস্থায় জমি বিক্রি, বাৎসরিক লিজ কিছুই দিতে পারছি না। দীর্ঘদিনেও এ জলাবদ্ধতা নিরসনে কেউ পদক্ষেপ নেয়নি। জালশুকা গ্রামের কৃষক আকতার হোসেন অভিযোগ করেন,আমার ১০ বিঘা জমি বছরের পর বছর জলাবদ্ধতায় অনাবাদি। আমাদের এলাকার শত শত বিঘা জমিতে এই রবি মৌসুমেও গলাপানি। এটা বের করার কোন উদ্যােগ নেই। এসব অনাবাদি জমিতে চাষাবাদও করতে পারছি না। মাছ চাষাবাদও করতে পারছি না। জমিতে পার দিতে গেলেই প্রশাসন বাধা দিচ্ছে। কিন্তু তারা জলাবদ্ধতা নিরসন করছে না। আমরা এখন কোন দিকে যাবো। কৃষকরা দাবী করেন হয় জলাবদ্ধতা নিরসনের উদ্যােগ নেয়া হোক। না হয় তাদের জমিতে পুকুর খননের সুযোগ দেয়া হোক।

মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা দ্রুত এ সমস্য সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এ সম্পর্কিত আরও পড়ুন