কাজিপুর প্রতিনিধিঃ : বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেকণ্ঠ ও করতোয়ায় ধুনট প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলমের মা সুফিয়া খাতুন মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। । তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ধুনট উপজেলার শ্যামগাতী গ্ৰামের বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৪ বৎসর। সুফিয়া খাতুন ১৯৭৭ সাল থেকে ১৯৮১সাল পর্যন্ত মথুরাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা শ্যামগাতী গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লবের সাংবাদিকগণ।