কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে দৈনিক আজকের জনবাণী পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ ডিসেম্বর রবিবার বিকেলে শিবগঞ্জে দৈনিক আজকের জনবাণী উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসানের উদ্যোগে জাতীয় দৈনিক পত্রিকা আজকের জনবাণী পত্রিকা পাঠক ফোরাম তৈরির জন্য আজকের জনবাণী পাঠাগারের শুভ উদ্বোধন করেন, শিবগঞ্জ ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মোঃমাহবুবে রফিক। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মাঃ মোজাফ্ফর হোসেন, মাঃ আহসান হাবীব বিপ্লবী, কামরুল ইসলাম,বাদল , ওমর আলী, মাজতালি সরকার, লুৎফর রহমান, শাহীন প্রমূখ। এসময় প্রিন্সিপাল মাহবুবে রফিক দৈনিক আজকের জনবাণী পত্রিকা পাঠ করে পত্রিকার ভূয়সী প্রসাংশা করেন। এবং এমান উদ্যোগ নেওয়ার জন্য সাংবাদিক কামরুল হাসান কে সাধুবাদ জানায়। পত্রিকাটির সাফল্য কামনা করেন।