সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গবাদি পশুর মেয়াদ উত্তীর্ণ মাংস সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া পৌরশহরের ব্যবসায়ী মোহাম্মদ আলমকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই রায় প্রদান করেন। এসময় প্রসিকিউসন কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোঃ শামীম আখতার এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলী আহমেদ রতন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সহকারী শরিফুল ইসলাম জানান, মোহাম্মদ আলম দীর্ঘদিন ধরে তার নিজের বাসায় ৬/৭টি বড় আকারের ডিপ ফ্রিজে গবাদি পশুর মাংস রেখে লাইসেন্স বিহীন অবস্থায় বিক্রি করে আসছিল। এসব মাংসের বেশির ভাগ ছিল মেয়াদ উত্তীর্ণ। ভোক্তা অধিকার আইনে তাকে উল্লিখিত অংকের অর্থ জরিমানা করেছেন আদালত।