জাহিদ নু’মানী, বিশেষ প্রতিনিধি :
নরসিংদী সদর, শেখ হাজার সেতু সংলগ্ন নাগরিয়াকান্দি ব্রিজের নিচে নতুনভাবে ফুটে উঠেছে সূর্যমুখী ফুল। পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে ছুটে আসছে দর্শনার্থীরা এই সূর্যমুখী বাগানে।
গতকাল বৃহস্পতিবার বাগান মালিক তৌহিদুল ইসলাম মাছুম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, আমরা সূর্যমুখী বাগান করে দর্শনার্থীদের বেশ সারা পেয়েছি। এর আগে আরো কয়েকবার ফুল ফুটেছে, এমনকি ফুলের সিজন ছাড়াও আমরা ভিন্ন উপায়ে চেষ্টা করে ফুল ফুটাতে সক্ষম হয়েছি। সূর্যমুখী স্বাস্থ্যের জন্য অনেক উপকার, এর তৈলের গুণাগুণের উপকারিতা বলার উপেক্ষা রাখে না। সেই আগ্রহ থেকেই বাগান করা, মানুষের মন মস্তিষ্ক ভালো রাখতে সূর্যমুখী এক অনন্য ভূমিকা পালন করে।