রাফিয়া সুলতানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী- ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় আহত অসহায় দুইটি পরিবারের মাঝে দুইটি বকরি বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার (১ ডিসেম্বর) পত্নীতলা থানা চত্বরে উক্ত বকরি বিতরণকালে উপস্থিত ছিলেন ওসি সেলিম রেজা, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপজেলা কমিটির সদস্য সচিব ও নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইউনুছার রহমান, আহবায়ক হাসান মুহম্মদ শাহরিয়ার, যুগ্ম- আহবায়ক আব্দুল গফুর, যুগ্ম-আহবায়ক মোর্শেদুল আলম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা, সদস্য হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, হামিদুল্লাহ্ধসঢ়; মিসবা, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম, ফারুক হোসেন, লাইলী বেগম, রাফিয়া সুলতানা রুপা, প্রীতি খাতুন প্রমুখ।