• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে ডাকাত সর্দার গ্রেফতার 

রিপোর্টারঃ / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। পান ব্যবসায়ীর ৩৪ লাখ ৩৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার (৩০ নভেম্বর) সকালে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দারের নাম আরাফাত হোসেন তুষার (৩৩)।তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার আলতাব হোসেনের ছেলে।
র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২১ আগস্ট ভোর সাড়ে ৬টায় নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া পোস্টাল একাডেমির সামনে থেকে তুষারসহ সংঘটিতভাবে অ্যাম্বুলেন্সে করে এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।এই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অ্যাম্বুলেন্সে করে পান ব্যবসায়ীর ৩৪ লাখ ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।


এ সম্পর্কিত আরও পড়ুন