• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

আসন্ন সিটি নির্বাচন নিয়ে বিএনপি নেতা বাবলার সংবাদ সম্মেলন

রিপোর্টারঃ / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

সপন মিয়া, রংপুর প্রতিনিধি :
আসছে ২৭ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা, বিগত ২বারের বিএনপি পক্ষে নির্বাচনে অংশগ্রহনকারী কাওছার জামান বাবলা। মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় কমিউনিটি সেন্টাওে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাওছার জামান বাবলা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কাওছার জামান বাবলা আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্বাচন বর্জণ করেন। তাই মেয়র পদে এই সরকারের আমলে নির্বাচন করা সম্ভব নয়। বিএনপি মনে করেন স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দলসমূহের অংশ গ্রহনে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র মেরামতের সুযোগ সৃষ্টি করবে। তাই আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি মেয়র নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসফাকুল আলম আযাদ, যুবদল নেতা জহির আলম নয়নসহ নেতাকর্মী ও সাংবাদিকগণ।


এ সম্পর্কিত আরও পড়ুন