সপন মিয়া, রংপুর প্রতিনিধি :
আসছে ২৭ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা, বিগত ২বারের বিএনপি পক্ষে নির্বাচনে অংশগ্রহনকারী কাওছার জামান বাবলা। মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় কমিউনিটি সেন্টাওে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাওছার জামান বাবলা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কাওছার জামান বাবলা আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্বাচন বর্জণ করেন। তাই মেয়র পদে এই সরকারের আমলে নির্বাচন করা সম্ভব নয়। বিএনপি মনে করেন স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দলসমূহের অংশ গ্রহনে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র মেরামতের সুযোগ সৃষ্টি করবে। তাই আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি মেয়র নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসফাকুল আলম আযাদ, যুবদল নেতা জহির আলম নয়নসহ নেতাকর্মী ও সাংবাদিকগণ।