আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সোনাতলা চুরি যাওয়া শ্যালো মেশিনের পার্টস ভাংরি দোকান থেকে উদ্ধার দোকানদার রঞ্জু মিয়াকে গ্রেফতার। ২৯ নভেম্বর সোমবার বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেলের তত্বাবধানে সোনাতলা থানার, এসআই আব্দুস সালাম, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে পৌর এলাকার ঘোড়াপীর রঞ্জুর ভাংরি দোকান থেকে চুরি যাওয়া শ্যালো মেশিনের পার্টস উদ্ধার করে দোকানদার রঞ্জুকে গ্রেফতার করেছে। রঞ্জু মিয়া পৌর এলাকার গোপাই শাহবাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ঘটনা সুত্রে জানা যায় পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর ঘোড়াপীর গোডাউন থেকে শ্যালো মেশিনের বিভিন্ন ধরনের পার্টস ১৫/২০দিন আগে চুরি হয়। এঘটনায় মেয়র নান্নুর ম্যানেজার শ্রী অভিনাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এঘটনায় সোমবার বিকালে পৌর এলাকার ঘোড়াপীর ভাংরি দোকানে পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ দোকানদার রঞ্জুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।