• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মিষ্টি বিক্রির ধূম দোকানিরা হতাশ

রিপোর্টারঃ / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
গত কয়েক বছর আগেও এস.এস.সি কিংবা এইচ.এস.সি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে-সাথেই ফলপ্রার্থীর বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন তথা আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণের ধূম পড়ে যেতো। আনন্দ-উল্লাসের সাথে চলতো মিষ্টি মুখ করার সংস্কৃতি। সেই সংস্কৃতি আর দেখা যায়নি নওগাঁর পতœীতলায় গত সোমবার এস.এস.সি সমমান পরীক্ষার ফল প্রকাশের পরবর্তি সময় গুলো। উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের মমতাজ মিষ্টান্ন ভান্ডার, মায়ের দোয়া মিষ্টি ঘর, দেবারপুর মিষ্টি বাড়ি, পতœীতলা মিষ্টান্ন হাউস, ঘোষ মিষ্টান্ন হাউস এর দোকানিরা জানায়, গত কয়েক বছর আগেও এস.এস.সি কিংবা এইচ.এস.সি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে-সাথেই ভাল রেজাল্ট উত্তীর্ণ হওয়া পরিবার গুলোর পক্ষে ২-২০ কেজি পর্যন্ত মিষ্টি কিনতো। এমনকি, কেউ কেউ এক থেকে দেড় মণ মিষ্টিও কিনতেন। এখন আর সেই দিন গুলো শুধুই স্মৃতির এবছর আমরা হতাশ কেননা, আশানুরুপ মিষ্টি বিক্রয় হয়নি। অনুসন্ধানে জানা যায়, এমন চিত্র ছিলো ইউনিয়নের পর্যায়ের পাড়া-গাঁয়েও। সচেতন ও অভিজ্ঞ মহলের দাবি, মূলত দ্রব্যমূল্যের লাগামহীন বাজারে সেই কেজি-কেজি মিষ্টি কেনার সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এখন মানুষ অর্থনৈতিক সঙ্কটে পড়ে গেছে। তাই অতিরিক্ত বিলাসিতা বর্জন করছে। উল্লেখ্য, স্থানীয় মিষ্টির বাজারে প্রকারভেদে প্রতিকেজি বর্তমানে ১৫০-৩৫০ টাকায় বিক্রয় হচ্ছে।


এ সম্পর্কিত আরও পড়ুন