সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শেখ কাব্যর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে দুর্বৃত্ত কর্তৃক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারণ সম্পাদক লিয়ন মাহমুদ, যুগ্ম সম্পাদক নেছারুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। উল্লেখ, শনিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শেখ কাব্যর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।