• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

সয়দাবাদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন জেলা প্রশাসক

রিপোর্টারঃ / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ অফিস :

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়ী চর ও চকবয়ড়া চর এলাকায় যমুনা সেতুর নিরাপত্তা বেষ্টনি জুড়ে ৮টি ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে সরাসরি ইকোনোমিক জোনে বালু উত্তোলন বন্ধ করেছেন জেলা প্রশাসক। রবিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত বরেছেন।

তিনি জানান, গত ২৪ নভেম্বর স্থানীয় ও জাতীয়সহ বিভিন্ন পত্রিকায় “সয়দাবাদে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে বঙ্গবন্ধু সেতু” শিরোনমে সংবাদ প্রকাশ হলে সদর সহকারী কমিশনার (ভূমি) কে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। ড্রেজার মালিকরা বেসরকারী অর্থনৈতিক অঞ্চল-১ (ইকোনোমিক জোন) এর কাজের জন্য যে স্থানে বালু উত্তোলনের কথা তার বাহিরে গিয়ে বালু উত্তোলন করেন। এসময় তাদের নির্দিষ্ট স্থানে বালু উত্তোলনের  জন্য ড্রেজার মেশিন সরিয়ে নিয়ে যেতে বলা হলে তারা ড্রেজার মেশিন সরিয়ে নিয়ে যায়। পরবর্তিতে এমন সমসা তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে কাজের ঠিকাদার কোহিনুর আলম সোহাগ জানান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করে আমাদের ড্রেজার সরিয়ে দিয়েছে। আমারা নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন করছি। সরকারি নিয়ম অনুযায়ী সকল কার্যাক্রম চলছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান জানান, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ স্যারের নির্দেশে সরেজমিনে তদন্ত করে ঠিকাদারের ড্রেজার তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তারা ড্রেজার সরিয়ে নিয়েছে। যমুনা সেতু এবং এর সংশ্লিষ্ট বা্ধঁ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।


এ সম্পর্কিত আরও পড়ুন