রাজশাহী প্রতিনিধি :
আরও অর্ধশত সুবিধাবঞ্চিত-অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
রবিবার (২৭ নভেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাইদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা,সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু,প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান,সিনিয়র সদস্য আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন,প্রতি বছরের ন্যয় এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। গত ২৫ নভেম্বর ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস থেকে শুরু হওয়া জনমুখী এ কার্যক্রম পুরো শীত মৌসুমজুড়ে চলমান থাকবে। শীতার্ত-অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি জোর আহবানও জানান রাজশাহীর সিনিয়র এ সাংবাদিক।