• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

রিপোর্টারঃ / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানিত শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে সমিতির সভাপতি বাবু সুব্রত কুমার দাস, মহাসচিব নজরুল ইসলাম মিয়া এবং প্রধান সমন্বয়ক মো. নুরুজ্জামান হাজরা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় যুগ্ম সম্পাদক কাজী মো. আলমগীর, কোষাধ্যক্ষ মজিবর রহমান খান, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সফিকুল ইসলাম, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ডিকো সহ  ঢাকা, রাজবাড়ী, চট্টগ্রাম, লালমনিরহাট, মুন্সীগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর, চুয়াডাঙ্গা, জামালপুর সহ অন্যান্য জেলার বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধুর জন্মভূমিতে আগত দর্শনার্থীদের বিশ্রামস্থলে (শেখ রাসেল পৌর শিশু পার্ক সংলগ্ন) বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ডিকো -এর সভাপতিত্বে সমিতির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ স্ট্যাম্প বিক্রির কমিশন বৃদ্ধি সহ ৭ দফা দাবি বাস্তবায়ন, জাল জালিয়াতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহন, গণহারে লাইসেন্স প্রদান বন্ধ, কমিশনের ওপর ট্যাক্স/ ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পরে সর্বসম্মতিক্রমে সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং সদস্য সফিকুল ইসলাম লিটনকে যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।


এ সম্পর্কিত আরও পড়ুন