স্টাফ রিপোর্টারঃ এবার হেঁটে নয়, বাইসাইকেল চালিয়ে স্কৃলে যাবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪৫ ছাত্রী। অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় ছাত্রীরা ভীষণ খুশি। বর্তমান সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রীদের হাতে বাইসাইলে তুলে দেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এলজিএসপি-৩ এর আওতায় একই অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়নের ৫ শতাধিক গর্ভবর্তী মায়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিতাব করেন ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, দৌলতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন, দৌলতপুরের ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মোল্লা, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেন, ইউপি সচিব এবিএম খায়রুজ্জামান লিটন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আব্দুল মালেক, জিন্নত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।