• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

নিজ নম্বরে ভুলে যাওয়া বয়ষ্ক ভাতার টাকা ফিরে দিলেন মিলন

রিপোর্টারঃ / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

রংপুর জেলা প্রতিনিধিঃ।

রংপুরের পীরগাছায় ভুল মোবাইল নম্বরে যাওয়া বয়স্ক ভাতার টাকা উপকারভোগীর বাড়িতে গিয়ে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মিনহাজুল ইসলাম মিলন নামে এক যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে উপকারভোগী বৃদ্ধা ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে ৭ হাজার ৫শ টাকা বুঝে দেয়া হয়। ওই বৃদ্ধার বাড়ি উপজেলার ধনির বাজার এলাকায়।
জানা গেছে, ওই এলাকার স্থানীয় মসজিদের মোয়াজ্জিন আব্দুর রহমাননের স্ত্রী ফিরোজা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড হয়। পরে উপকারভোগীদের নাম অনলাইন সিষ্টেম চালু করা হলে ফিরোজা বেগম আর ভাতার টাকা পাননি। মোবাইল নম্বর ভুলের কারণে ভাতার টাকা চলে যায় মিনহাজুল ইসলাম মিলনের মোবাইলে। হঠাৎ মোবাইলে টাকা দেখে তার মালিককে খুজতে থাকেন মিলন। অবশেষে উপজেলা সমাজ সেবা অফিসের সহযোগিতায় উপকারভোগী ফিরোজা বেগমকে খুজে পান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ধনির বাজার এলাকায় বসবাসরত ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে ৭ হাজার ৫শ টাকা বুঝে দেয়া হয়। মিলন ইটাকুমারী ইউনিয়নের আরাজি ঝিনিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
ফিরোজা বেগম বলেন, ভাবছিলাম টাকা আর পাব না। কিন্তু আমার এই ছেলের আমাকে নিরাশর করেনি। অনেক পরে হলেও টাকা পেয়ে আমি খুশি। দোয়া করি আমার এই ছেলে যেন একজন ঈমানদার মানুষ হিসেবে জীবন যাপন করতে পারে।
মিলন মিয়া বলেন, টাকাটা আসার পর আমি চিন্তিত ছিলাম। কার টাকা, কেউ খোজ নিল না। পরে উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করে উপকারভোগী ফিরোজা বেগমকে খুজে পাই। আজ তার বাড়িতে গিয়ে টাকাটা ফিরিয়ে দিতে পেরে বেশ স্বস্তি লাগছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক বলেন, সমাজে এ দরনের মানুষ পাওয়া দুস্কর। আমি মিলন ভাইয়ের মহানুভবতা দেখে মুগ্ধ। তাকে সাধুবাদ জানাই।


এ সম্পর্কিত আরও পড়ুন