সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জে স্কুল ও কলেজ পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্র -ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৩) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায় এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মো, মাসুদ রানা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক ছাত্র-ছাত্রীদের হাতে তুলেদেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের খেলোয়ার ও তাঁদের পরিবারের কল্যাণের বিষয়টি চিন্তা করে তাঁর শাহাদাত বরনের ৯ দিন পূর্বে ১৯৭৫ সালের ৬ আগস্ট ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ১৫ আগস্ট, ১৯৭৫ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হলে ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইনের মাধ্যমে গঠন করেন। অনুষ্ঠানে সভাপতি গনপতিরায় তিনি বলেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত একটি প্রতিষ্ঠান তিনি শাহাদাৎ বরণের মাত্র ৯ দিন পূর্বে অসহায় দু:স্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী দিক নির্দেশনা ও উদার সহায়তায় ফাউন্ডেশনের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা তিনি অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য বলেন,বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এবার শিক্ষাবৃত্তি চালু করছে সরকার। ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে স্নাতক পর্যন্ত এ বৃত্তি দেওয়া হবে। এজন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। নির্ধারিত ছক মেনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি হীরুকগুণ, সময় টেলিভিশন এর প্রতিনিধি রিংকু কুন্ড, দৈনিক যমুনা প্রবাহ স্টাফ রিপোর্টার মো. হোসেন আলী ছোট্ট, জেলা দলের ফুটবল কোর্স রেজাউল করিম খোকন, অফিস সহকারী মো. রেজাউল ইসলাম, প্রমূখ। এছাড়াও ক্রীড়ামোধীগণ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি স্কুল পর্যায়ে এক কালীন ছাত্র ছাত্রীদেরকে ১২ হাজার টাকা ও প্রতি মাসে ১ হাজার টাকা করে। কলেজ পর্যায়ে ২৪ হাজার টাকা করে এককালীন। প্রতিমাসে ২০০০ হাজার করে। এবারে ৯ জনের মধ্যে চেক তুলেদেওয়া হয়।
এ/হ