পাঙ্গাসী রায়গঞ্জ থেকে, মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান:
সিরাজগঞ্জের রায়গঞ্জ দরিদ্র,অসহায় আদিবাসী অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উদযোগে শতভাগ জন্ম নিবন্ধন পরিবারে মাঝে সামাজিক বেষ্টনী হিসাবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেশ সেরা ও জেলা সেরা ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ইউপি সচিব রোজিন পলাশ, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্যরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এদিন শতাধিক পরিবারের মধ্যে যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে ৭ জন দরিদ্র ও অসহায় আদিবাসি নারী এবং কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অত্র ইউনিয়ন পরিষদের বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে ভিশন খুশি দরিদ্র ও অসহায় আদিবাসী নারীরা। এ বিষয়ে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, গণপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফলভাবে শতভাগ বাস্তাবায়নের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষের দারিদ্র্যতা ঘুচিয়ে সাবলম্বী করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে ইউনিয়ের বিনোদবাড়ি এলাকার বিনয় চন্দ মাহাতার স্ত্রী সেলাই মেশিন পাওয়া অন্যন্যা মাহাতো বলেন, আমার স্বামী একজন রিকশাচালক। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। আমি সব পরিবারের সকল সদস্যদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে শতভাগ জন্ম নিবন্ধন করার কারণে আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছেন এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখতে পারবো। একই ইউনিয়নের শ্রীমতি শিমা রাণী বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই, কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। আর তাছাড়া একটি সেলাই মেশিন থাকলে মাসে কমপক্ষে ২ হাজার টাকা আয় করা সম্ভব।
এ/হ