• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে গঠিত বিজয় দিবস শোভাযাত্রা উপ কমিটি সভা অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ১২ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জ অফিস :
মহান বিজয় দিবস উপলক্ষে গঠিত বিজয় দিবস র‌্যালী প্রস্তুতি উপ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর ২০২৩) সকাল ১১.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে গঠিত বিজয় দিবস র‌্যালী উপ কমিটি সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেয়। বাঙালি জনতা কে যুদ্ধের পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি সকল ধরনের প্রস্তুতি এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান করেন। ১৯৭১ সালে ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সহজ-সরল বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। পাড়ায় মহল্লায় বাঙ্গালীদের ওপর নানা ধরনের অত্যাচার হত্যাকান্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। রাজাকার, আল বদর এবং আল শমসের নামক পাকিস্তানি হানাদার বাহিনীর পা চাটা লেড়িকুত্তাদের চক্রান্তের কারণে হাজারো মা বোনের সম্ভ্রম ইজ্জত নষ্ট হয়েছে। আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে উপ কমিটি সভায় আগামী ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করবে। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা পরিষদের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেজারত শাখা মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা) সুইচিং মং মারমা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, বীরমুক্তিযোদ্ধা গাজী সফিকুল ইসলাম শফি, গাজী ফজলুল করিম মুক্তা, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা,
এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন