• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

মামলা থেকে বাচতে ঘরের উপর গাছ পড়ার অভিযোগ

রিপোর্টারঃ / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে বসত বাড়ির উপর গাছ পড়া নিয়ে দ্বন্দ কলোহ দেখা দিয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের কর। হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন,ফুলবাড়ি ইউনিয়নের হরিনা উওরপাড়া গ্রামে ফুলবাড়ি৷ মৌজার হাল দাগ ৫০৮৮ এর পশ্চিম মাথায় একটি মাঝারী ধরনের শিমুল গাছ ছিলো।গাছটি গত ১০ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে ঝড়ো বাতাসে ঘড়ের উপরে পরে যায়। এতে হতাহত না হলেও টিনের ঘরটির চালা, টিনের বেড়া দুমড়ে মুচরে মাটিতে পড়ে। পরে ঘরের মালিক মামুন প্রামানিক ফকিরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মামুন প্রামাণিক ফকিরা বলেন, গাছটির গোরার অংশের মাটি ৪ দিন আগে বৃষ্টির পানিতে ধসে যায়। এর ফলে গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আমি গাছের মালিককে গাছটি কেটে নেওয়ার অনুরোধ করলোও কর্ণপাত করেননি। অবশেষে গাছটি পড়ে আমার ঘড়ের উপর এসে পড়ে । এ জন্য থানায় অভিযোগ করেছি। গাছের মালিক নজরুল ইসলাম বলেন,গাছ থেকে আমার বাড়ি একটু দূরে, তবে গাছের গোড়ায় মাটি সড়ে গেছে আমার জানা ছিলোনা। মামুন প্রামানিক ফকিরের কারনেই গাছটির গোড়ার মাটি সরে যাওয়ায় গাছটি পরেছে।নজরুল ইসলাম আরো বলেন, আসল কথা হলো কয়দিন আগেই জমি নিয়ে আমার স্ত্রীর সাথে তার বউ ছেলেদের মারামারি গন্ডগোল হয়েছিলো।সে ঘটনায় আমার স্ত্রীর স্বর্ণের কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেয়।এ ঘটনা নিয়ে ২৭ জুলাই বগুড় কোর্টে একটি মামলা মামলা করায়, তা থেকে বাঁচতেই ঘড়ের উপর গাছ পরার অভিযোগ করেছেন।
এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক ( এস আই)খোকন দাশ বলেন,কোর্টের মামলার বিষয়ে আমি কিছু জানি না,তবে ঘড়ের উপর গাছ পড়ার অভিযোগ নিয়ে তাদের মধ্যাে মীমাংসার চেষ্টা করেছি,কিন্তু মীমাংসা হয়নি।
এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন