বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ১( এক) কেজি গাঁজাসহ নাসির উদ্দীন(৩১) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার শাখারিয়া নামাবালা এলাকার মোঃ মোজাফফর হোসেনের ছেলে নাসির উদ্দীন(৩১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া নামাবালা এলাকায় অভিযান চালিয়ে ১( এক) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নাসির উদ্দীন বগুড়া সদর উপজেলার শাখারিয়া নামাবালা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ/হ