• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

সারিয়াকান্দির ইছামারায় যমুনার ডান তীরে ধসে ৩শ মিটার নদী গর্ভে

রিপোর্টারঃ / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার সারিয়াকান্দি তে যমুনা নদীর ডান তীরে ব্যাপক ধস দেখা দিয়েছে। হঠাৎ করে ধস দেখা দেওয়ায় নদী পাড়ের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। কামালপুরের ইছামারা নামক স্হানে ডান তীরে যমুনা নদীর এ ধস শুরু হয়েছে। এরই মধ্যে ৩শ’ মিটার নদী গর্ভে ধসে গেছে।

স্হানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত প্রায় ২ সপ্তাহ আগে সারিয়াকান্দির কামালপুরের ইছামারা নামক স্হানে যমুনা নদীর ডান তীরে ধস দেখা দেয়।ধসে অন্তত পক্ষে ৫০ মিটার ধসে যায়। সেখানে জিও ভর্তি বালির বস্তা ফেলে ২ বছর আগে ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। এতে করে সারিয়াকান্দি উপজেলা এলাকায় যমুনা নদী ভাঙ্গন শূন্যাের কোঠায় আসে।২ সপ্তাহ আগে ওই স্হানে ধস দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্হাই নেয়নি। এর কারনে গত কয়েকদিন ধরেই ধস অব্যাহত ছিলো। এবং গত বুধবার সবচেয়ে বেশি ধস দেখা দেয়। এ ধসে বুধবার অন্তত পক্ষে ২৫০ মিটার ডান তীর ধসে যায়।হঠাৎ করে বুধবার ব্যাপক ধসের কারনে বাঁধের পার্শ্ববর্তী ইছামারা, গোদাখালি,পাইকরতলী,দড়িপাড়া,ধুনট উপজেলার গোসাইবাড়ী ও ভান্ডার বাড়ী এলাকার লোকজনের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্হানীয় কলেজ ছাএ সিয়াম জানান, হঠাৎ করে ধস দেখা দেওয়াই পার্শ্ববর্তী ৬ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ মধ্যে আতন্ক ছড়িয়ে পড়ে।কামাল পুরের কলেজ শিক্ষক, মাইনুল হাসান মজনু জানান, পাশ্ববর্তী গ্রামের অনেক লোকজন বাড়িঘর অন্যএ সরানোর চিন্তা ভাবনা করছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃহুমায়ন কবির বলেন,আমরা ধসের খবর অনেক আগেই পেয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সেখানে বালি ভর্তি জিও বস্তা ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে। আশাকরি খুব শীঘ্রই ধস ঠেকানো সম্ভব হবে।
এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন