এনামুল হক কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ “স্মার্ট কাজিপুর” প্রকল্পের অংশ হিসেবে আজ ১১ আগস্ট ২০২৩ ‘কাজিপুর সদর ইউনিয়ন জয় বাংলা স্মার্ট সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকৌশলী তানভীর শাকিল জয়, মাননীয় সংসদ সদস্য, ৬২ সিরাজগঞ্জ-০১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কাজিপুর সদর ইউনিয়ন জয় বাংলা স্মার্ট সেন্টার’ এর শুভ উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান সিরাজী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাজিপুর, সিরাজগঞ্জ, জনাব আব্দুল হান্নান তালুকদার, মেয়র, কাজিপুর পৌরসভা, জনাব মোছাঃ শাপলা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাজিপুর, সিরাজগঞ্জ, জনাব দ্বীন মোহাম্মদ বাবলু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাজিপুর, সিরাজগঞ্জ, জনাব মোঃ কামরুজ্জামান বিপ্লব, চেয়ারম্যান, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ, কাজিপুর, সিরাজগঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুখময় সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে
www.smartkazipur.info ওয়েবসাইটের মাধ্যমে ও ইউনিয়ন পর্যায়ে জয় বাংলা স্মার্ট সেন্টার স্থাপনের মাধ্যমে যমুনার চরাঞ্চলে স্মার্ট জনপদে পরিণত হচ্ছে কাজিপুর উপজেলা। প্রতিটি জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারে রয়েছে- ১০০ টি বই সংবলিত মিনি লাইব্রেরী, বই পড়ার জন্য একটি টেবিল ও ৬টি চেয়ার, ইন্টারনেট সংযোগ ও ভিডিও কনফারেন্সিং সুবিধাসহ একটি ডেক্সটপ কম্পিউটার, ফ্রি ওয়াই ফাই জোন, বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ কর্ণার। স্মার্ট কাজিপুর প্রকল্পের অন্যতম একটি নাগরিক সুবিধা ‘বন্ধন (Meet the officers virtually)’। এই সুবিধা গ্রহণ করে নাগরিকগন তাদের সমস্যা বিষয়ে কাজিপুর উপজেলার সরকারি কর্মকর্তাগণের সাথে বাংলাদেশের যেকোন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং করতে পারবেন। এজন্য আগ্রহী সেবাগ্রহীতাকে www.smartkazipur.info ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন ও সময় নির্ধারণ করতে হবে। সেবাপ্রার্থী তার সুবিধামত যেকোন ল্যাপটপ কিংবা ডিজিটাল মোবাইল হতে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হতে পারবেন। যার ল্যাপটপ কিংবা ডিজিটাল মোবাইল নাই তিনি তার নিকটবর্তী জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারে সংরক্ষিত কম্পিউটার হতে যুক্ত হতে পারবেন। জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারে সংরক্ষিত কম্পিউটারে ভিডিও কনফারেন্সিং সুবিধা রয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা প্রশাসন, কাজিপুর, সিরাজগঞ্জের একটি ইনোভেটিভ উদ্যোগ “স্মার্ট কাজিপুর”। এ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে প্রতিটি ইউনিয়নে জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। স্মার্ট সরকার প্রতিষ্ঠায় সরকারি সেবা সহজীকরণে টাইম, কস্ট ও ভিজিট কমানোর অভিপ্রায়ে ‘বন্ধন ভিডিও কনফারেন্সিং’ এর মাধ্যমে নাগরিকগণের দোড়গড়ায় জনসেবায় জনপ্রশাসন নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ জনবল গঠনে আউটসোর্সিং ট্রেনিং প্রদান করে দুর্গম চরাঞ্চলে দক্ষ জনবল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে যার মাধ্যমে স্মার্ট অর্থনীতি নিশ্চিত হবে। এভাবেই স্মার্ট জনপদে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা।
এ/হ