এনামুল হক কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইনিস্টিউটের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার ৮(আগস্ট) সকাল ৯.০০টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইনিস্টিটিউটের শিক্ষার্থী শিক্ষক ও কর্মর্তাগণ।
সকাল ১০.টায় স্থানীয় হলরুমে ইঞ্জিনিয়ার সেলিম রেজার সভাপতিত্বে, এক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন শিক্ষক শরিফুল ইসলাম, নন্দ কিশোর রায়, মোঃ আকবার শাহ, শহিদুল ইসলাম, মোঃ ইমরান হোসাইন, রাশেদুল হক, নওশের আলী ভূঁইয়া, মনির হোসেন প্রমুখ। এরপর বঙ্গমাতা, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ/হ