• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ে আটকে গেল রাঙ্গার মনোনর্য়ন কবি ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার সিরাজগঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম অনুষ্ঠিত বাবার স্বপ্নপূরণে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বেপারী কাজিপুরে সাবেক মেয়র ও প্যানেল মেয়রকে মারপিটের ঘটনায় বহিস্কার দুই ধামরাই স্লোটেক্স গার্মেন্টস শ্রমিকে পিটিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অপহরণ করলেন আওয়ামীলীগ নেতারা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য জয় গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

কাজিপুরের শেষ হলো দুইদিনব্যাপী কবি সাহিত্যিকদের মিলন মেলা

রিপোর্টারঃ / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

এনামুল হক কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিt
সিরাজগঞ্জের কাজিপুরে শেষ হলো দুইদিনব্যাপী সাহিত্য মেলা। উপজেলা প্রশাসন আয়োজিত এই সাহিত্য মেলা পরিণত হয়েছিলো কবি- সাহিত্যিকদের মিলন মেলায়। দেশ বিদেশের নানাপ্রান্তে ছড়িয়ে থাকা কাজিপুরের কবি সাহিত্যিকদের নিজস্ব সৃষ্টিকর্মকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই দুইদিনব্যাপী এই সাহিত্যমেলা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকাল দশটায় কাজিপুর উপজেলা শহীদ এম মনসুর আলী মিলনায়তনে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। এরপর তিরি আগত কবি সাহিত্যিকদের উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়।


কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোমেনা পারভীন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।
প্রথম দিনের সূচিতে ছিলো প্রবন্ধপাঠ ও কবিতা পাঠ ও আলোচনা। কাজিপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আবদুল জলিল ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু। এরপর কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেনবিশিষ্ঠ কবি ও কথাসাহিত্যিক  এবং ক্যাপ্টেন সম্পাদক  রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক, হুসনেয়ারা আরজু।
মেলার প্রথমদিনসহ দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীগণ মেলার দুইদিন সঙ্গীত পরিবেশন করেন। শুক্রবার বিকেলে অংশগ্রহণকারী কবি সাহিত্যিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন