হামিদুর রহমান পাপ্পু, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজন, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব বিদায়ী সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ, এসএম আল আমীন, সাধারণ শাখার প্রধান সহকারি আবুল কালাম আজাদসহ ইলেকেট্রনি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রথমে শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি পর্ব এবং নব যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম এর জীবন বৃত্তান্ত রচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদির আহমেদ। নব যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম তার বক্তব্যে বলেন শেরপুরের ১৭ লক্ষ মানুষ আমার পরিবার, সকলকে সাথে নিয়েই চলতে চাই। পরবর্তীতে শেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন, প্রাপ্তি, অপ্রাপ্তি ও আপার সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।
এ/হ