মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি মহিলা কলেজে পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হক। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টার পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ ও মহিলা কলেজ এর সাংগঠনিক সভাপতি সমীর দত্ত চাকমার সভাপতিত্বে ও মহিলা কলেজ এর সহকারী শিক্ষিকা জিনিয়া চাকমা ও মিশো দেওয়ান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিউটন চাকমা। এই সময় বিশেষ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম, পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাদশা কুমার ত্রিপুরা,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদীপ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। এই সময় অতিথিরা মহিলা কলেজ এর সফলতা ও শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।
এ/হ