মোঃ মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ জানুয়ারিত) বিকেল ৩ টায় রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সমিতির সভাপতি আব্দুল আজিজ রতনের সভাপতিত্বে ও সম্পাদক বাবুল কুমার দত্তের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক আফাজ উদ্দিন সহ সমিতির সকল সদস্য বৃন্দ। আজকের এই দিনে ২০১৩ সালে সারা বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।