কাজিপুর প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। তার পরর্র্যায়ক্রমে
আলমপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়, কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা চেয়ারম্যান বলেন, বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে বিনামূল্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব শিক্ষার্থীদের বিনামূল্যে বছরের প্রথমে বই দেয়া হয়। এই কর্মযজ্ঞ একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বছরের প্রথমদিন নতুন বই শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম আনন্দের সৃষ্টি করে। মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম আর সঠিক নির্দেশনার কারণেই এই কার্মকান্ডটি প্রতিবছর ১ জানুয়ারি করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জিএম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান,জেলা পরিষদ সদস্য মুসলিম উদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।