আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সোনাতলায় প্রাইমারী টিচার্স টেনিং ইনষ্টিটিউট (পিটিআই) বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাইমারী টিচার্স টেনিং ইনষ্টিটিউট (পিটিআই) হল রুমে সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পিটিআই সুপারিনটেনডেন্ট মোসামাৎ নার্গিস আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী সুপার মিরাজ হোসেন, অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন, সহকারী সুপার ইকবাল রাজ্জাক সিদ্দিকী,, সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ইনষ্ট্রাক্টর মুঞ্জুরুল মোর্শেদ, প্রশিক্ষনার্থী মশিউর রহমান প্রমূখ। প্রশিক্ষনার্থী আয়শা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিটিআই ইনষ্ট্রাক্ট আবুল কাশেম, মুঞ্জুরুল ইসলাম, সালাহ উদ্দিন, মোজাম্মেল, শাহাদত হোসেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিজুু, যুবলীগ নেতা এনএ জাহান জুয়েল ও মামুন।