• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

বেলকুচির ধুকুরিয়া মডেল স্কুলে নিয়োগ বানিজ্যের ২০ লাখ টাকা ভাগ-বাটোয়ারা

রিপোর্টারঃ / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জ অফিস:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের অফিস সহায়ক ও আয়া জনবল নিয়োগে ২০ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভূক্তভোগিদের অভিযোগ, সভাপতি ও প্রধান শিক্ষক ২টি পদের বিপরীতে দুই জন প্রার্থী আয়া পদে রোজিনা খাতুনের নিকট থেকে ৬ লাখ ও অফিস সহায়ক পদে ইমরান হোসেনের নিকট থেকে ১৪ লাখ টাকা নিয়ে তাদের নিয়োগ দেয়। এদিকে চাকুরী প্রত্যাশীরা নিয়োগ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ে সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৪ জুন অফিস সহায়ক ও আয়া পদে জনবল নিয়োগের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়রা চাকুরীর আশায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ শুরু করেন। পরে জমি বিক্রিসহ ধার-দেনা করে রোজিনা ও ইমরান হোসেনের পরিবারের লোক সভাপতি আব্দুস সাত্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের নিকট ২০ লাখ টাকা জমা দেন।
নিয়ম মোতাবেক গত ১ আগষ্ট ২০২৩ইং তারিখে ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা সম্পূর্ন্ন হয়। আয়া পদে ৫জন ও অফিস সহায়ক পদে ৪জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হয়। এদিকে অফিস সহায়ক ও আয়া পদে চাকুরী বঞ্চিতরা অভিযোগ করে বলেন, যারা চাকুরীর জন্য টাকা জমা দেন, তাদেরকে পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র দিয়ে দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। তারা আরো বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজেশ করে যারা বেশি টাকা দিয়েছে তাদের নিয়োগ দিয়েছে। আমরা এই নিয়োগ বাতিলসহ পুণরায় নিয়োগ পরীক্ষার দাবি জানাই। তা নাহলে আমরা নিয়োগ বঞ্চিতরা মানববন্ধনসহ কঠোর কর্মসুচি পালন করবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, সঠিক নিয়মে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। টাকা-পয়সা লেন-দেন এর বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সারাদেশে প্রত্যেকটি বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হলে প্রার্থীর নিকট থেকে টাকা নেওয়া হয়। আমরা আমাদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য দুই প্রার্থীর নিকট থেকে কিছু টাকা নিয়েছি। বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

এ/হ


এ সম্পর্কিত আরও পড়ুন