কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শিবগঞ্জ কিচক মমতাজুর রহমান আদর্শ কেজি এ্যান্ড হাইস্কুল ২০২৩ সালের এস এস সি পরিক্ষায় ৮০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৭৫ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। ও অপর ৫ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। অত্র স্কুলে ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৪৫ জন ছাত্র ও৩৫ জন ছাত্রী পরিক্ষায় অংশগ্রহণ করে। এব্যাপারে স্কুলের পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, আমার স্কুলের ফলাফল বরাবরই ভালো হয়ে থাকে, আর এ ভালো ফলাফলের পিছনে রয়েছে, আমার স্কুলের সচেতন অভিভাবকদের পরামর্শ, সুদক্ষ শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রম, এলাকার সুধীজনদের সু- পরামর্শ। তিনি জিপিএ- প্রাপ্ত শিক্ষার্থী উজ্জল ভবিষ্যৎ কামনা করে তাদের অভিভাবক ও স্থানীয় সচেতন সুধীজনদের অভিনন্দন জানিয়েছেন।
এ/হ