উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাবের নেতৃত্বে একটি মিছিল গার্ড সাহেবের মোড় থেকে বিজ্ঞান কলেজের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পড়ে মিছিলটি গার্ড সাহেবের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সরকার, শফিউল মোমেনসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষ করে ফেরার পথে পুলিশ ৭ থেকে ৮ জন নেতা কর্মীকে আটক করেছে বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।
এ/হ