সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী বগুড়া সারিয়াকান্দিতে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা গতকাল রবিবার সকালে উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। শোভাযাত্রা শেষে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোকছেদুল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ গণি সরকার, উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ জামান আঙ্গুর, পৌর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর মিয়া, পৌর শ্রমিক পার্টির সভাপতি আবু সাঈদ, ছাত্রসমাজের সাবেক উপজেলা যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক সোহাগ হাসান প্রমুখ।
এ/হ