স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কামারখন্দে এবার আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছে বিএনপি। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় এই মামলা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফ উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটি আদেশের জন্য অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের পেশকার মিজানুর রহমান।
মামলায় আসামী করা হয়েছে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুসহ ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে।
//এজে//