• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গল বিজয়ী হবে জাপার মেয়র প্রার্থী মোস্তফা

রিপোর্টারঃ / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

জালাল উদ্দিন, রংপুর থেকে :

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন,

গনজোয়ারের প্রমান হবে আগামী ২৭ ডিসেম্বর ৪লাখ ২৬ হাজার প্রত্যাক্ষ ভোটের মাধ্যমে। আমি মনে করি গণ রায়ের প্রতিফলন হলে আমরা আশাবাদী বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গল বিজয়ী হবে। এই ফলাফলটার আগামী ২৭ ডিসেম্বর হয়ে যাবে আমি আশা করি। ইনসেআল্লা আমি মনে করি মানুষের যে উচ্ছাস, উদ্দীপনা এতে লাঙ্গল প্রতিক বিপুল ভোটে বিজয়ী হবে। গতকাল বুধবার দুপুরে নগরীর কাচাঁরী বাজার, জজ কোট, ডিসির মোড়. লালকুঠির মোড় ও ধাপ সিটি বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

নারী ভোটারদের সম্পর্কে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মোস্তফা বলেছেন, নারী পুরুষ কোথাও কোনো ব্যতিক্রম কিছু করার নেই। আমরা মনে করি নারী পুরুষ সমান সমান। বিভিন্ন সেকশনে কমিউনিটির মাধ্যমে নারীদের দক্ষ কওে গড়ে তোলা হবে। নিজেরাই তেিদর পায়ে তারা দাড়াবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এ্যাড. সৈয়দ ফারুক আলম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঠাকুরগাও জেলা জাপার সাধারণ সম্পাদক স্বপ্ন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা জাপার সভাপতি মশিউর রহমান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহান আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার সদস্য সচিব মোঃ নাজমুল হুদা লাবলু, জাতীয় অটো শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি তসলিম উদ্দিন প্রধান উচ্ছল, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, জাতীয় সাংস্কৃতিক পার্টি রংপুর মহানগর সভাপতি লিজাসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


এ সম্পর্কিত আরও পড়ুন