মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে দেশব্যাপী উন্নয়নকৃত ১০০ টি মহাসড়কের শুভ উদ্বোধন করা হয় । বুধবার (২১ ডিসেম্বর ২০২২) সকাল ৯:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে দেশব্যাপী ২০০০(কি.মি.) উন্নয়নকৃত ১০০ টি মহাসড়ক এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি। উক্ত উদ্বোধন অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল ও খুলনা জেলার সঙ্গে যুক্ত হয়ে দেশব্যাপী উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক । ৫০টি জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের এসব মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১ কিলোমিটার। টাঙ্গাইল প্রান্ত থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,“এই বিজয়ের মাসে আমি জনগণের জন্য, বিজয়ের উপহার হিসেবে, এই একশোটা সড়ক আমি মহাসড়কে রূপান্তর করে দিলাম”। টাঙ্গাইল জেলা প্রশাসক, জসীম উদ্দীন হায়দার এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং উপকারভোগী জনগণ।