• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মঙ্গা তাড়িয়েছেন : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রিপোর্টারঃ / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

রংপুর জেলা প্রতিনিধিঃ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের মঙ্গা তাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে গঙ্গাচড়ায় আরএফএল দুরন্ত বাইসাইকেলে ফ্যাক্টরি উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময়ের মঙ্গাপীড়িত এলাকা গঙ্গাচড়ার মঙ্গা এখন অতীত। উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মঙ্গা তাড়িয়েছেন। আর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল। সেই ধারাবাহিকতায় গঙ্গাচড়া এখন উন্নয়নের পথে। আর এই পথে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হলো বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধনের মাধ্যমে।

টিপু মুনশি বলেন, অর্থনৈতিক মুক্তির মিছিলে আরএফএল গ্রুপ একটি অন্যন্য নাম। বিশ্বের অনেক দেশে প্রাণ আরএফএলের পণ্য রফতানি করা হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে। প্রাণ আরএফএল গ্রুপ এই বাইসাইকেল উৎপাদনের মাধ্যমে আরও এগিয়ে যাক, যার মাধ্যমে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি। আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, স্থানীয় ও রফতানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গঙ্গাচড়ায় আরএফএল গ্রুপ বাইসাইকেলের দ্বিতীয় কারখানা চালু করল। স্থানীয় বাজারের সকল সাইকেল এখানে তৈরি করা হবে। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ছয় লাখ পিস বাইসাইকেল। তাছাড়া এ খাতে দক্ষ জনবল তৈরি এবং দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান তৈরি করার উদেশ্যে এ কারখানা স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সম্মানিত অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।

আলোচনা শেষে অতিথিরা বাইসাইকেল কারখানা পরিদর্শন করেন। উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল প্রচলিত শিল্পাঞ্চলের বাইরে প্রত্যন্ত এলাকায় কারখানা স্থাপনে মনোযোগী হচ্ছে। এরই অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় একটি বাইসাইকেল কারখানা স্থাপন করেছে তারা। এতে বিনিয়োগ করা হয়েছে ৬০ কোটি টাকা। ৭০ হাজার বর্গফুটের কারখানাটিতে ইতিমধ্যে বাইসাইকেল উৎপাদন শুরু হয়েছে। যেখানে ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে।


এ সম্পর্কিত আরও পড়ুন