• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান দুপচাঁচিয়ায় নাশকতা মামলার বিএনপির কর্মী সহ বিভিন্ন মামলায় ৯ জন আটক গাইবান্ধা-৪ আসনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ বগুড়ায় ঝোপগাড়ী উদয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাহাদত সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা কাজিপুরে চার হাজার কৃষক পেলেন প্রণোদনার ধানবীজ ও সার

জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত- সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালেদ

রিপোর্টারঃ / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত, খালেদা জিয়া ও তারেক রহমানরে হাতে আইভি রহমানসহ ২১আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের রক্ত। গতকাল মঙ্গলবার দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচারা দিয়ে উঠছে। গত ২০১৪ সালে যেভাবে আগুন সন্ত্রাসের মাধমে ভোবে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করেছিল তারা আবারো সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহ আজমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা,সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, প্রতœতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী । এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফিরোজ আহম্মেদ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড.ফখরুল ইসলামসহ শিক্ষক কর্মচারী ও শাহজাদপুরে সূধীবৃন্দ। মতবিনিময় সভায় বক্তরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরদের রবীন্দ্র কাছারিবাড়িতে অবাধ বিচরণ, শিল্পকলা একাডেমির ভবন, রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনের ভাড়া সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক চর্চার জন্য শিথিল করা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে শান্তি নিকেতনের আদলে তার ক্যাম্পাস তৈরি জন্য আবেদন জানান। মতবিনিময় শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


এ সম্পর্কিত আরও পড়ুন