মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের বাবু’রা পাড়ায় শীতকালিন ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) ২০২২ বিকাল ৩টার সময় লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন লোগাং বাবুরা পাড়া মাঠে পানছড়ি উপজেলার ১৮টি টিম নিয়ে শীত কালীন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই সময় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমি ধর রোযাজা, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী ফুটবল প্রেমী প্রায় ৬৫০/৭০০ জন দর্শক উপস্থিত ছিলেন। আজকের খেলা বাবুরা পাড়া ফুটবল একাদশ বনাম মাইচ্ছাছড়া ফুটবল একাদশ এর মধ্যে খেলা শুরু হয়েছে এবং আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ফাইনাল খেলার মাধ্যমে খেলার সমাপ্তি হবে।
এ/হ